বাসস দেশ-৩২ : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু

218

বাসস দেশ-৩২
এলজিআরডি- নিয়ন্ত্রণ কক্ষ
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু
ঢাকা, ৯ নভেম্বর ২০১৯ (বাসস) : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রস্তুতি তদারকি এবং সমন্বয়ের লক্ষ্যে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ (কক্ষ নং-৬১৬, ভবন-৭ বাংলাদেশ সচিবালয়, ফোন নং- ৯৫৭৫৫৭৬) খোলা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা/কর্মচারিগণ বিভাগ ও জেলা পর্যায়ের নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ঘূর্ণিঝড়সৃষ্ট পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।
বাসস/সবি/এমএআর/১৯৪৫/এইচএন