বাসস দেশ-৩১ : রেসিডেনসিয়ালের ছাত্র আবরারের লাশ কবর থেকে উত্তোলন

140

বাসস দেশ-৩১
আবরার-লাশ-উত্তোলন
রেসিডেনসিয়ালের ছাত্র আবরারের লাশ কবর থেকে উত্তোলন
নোয়াখালী, ৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : আদালতের নির্দেশে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার রাহাতের লাশ আজ শনিবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিসিলের উপস্থিতিতে সোনাইমুড়ী উপজেলার ৮নম্বর সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সার্বিক বিষয় তদারকি করেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ।
এসময় এমামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর মো.আব্দুল আলিম এবং পুলিশের ৪জন সদস্য উপস্থিত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত ৬ নভেম্বর বুধবার আবরারের বাবা মো. মুজিবুর রহমান প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে দৈনিকটির সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. আমিনুল হক ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে তোলার আদেশ দেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯১৬/অমি