বাসস দেশ-২৮ : মিল্কভিটার কার্যক্রমকে আরো গতিশীল করার সুপারিশ

122

বাসস দেশ-২৮
কমিটি-সরকারি প্রতিষ্ঠান
মিল্কভিটার কার্যক্রমকে আরো গতিশীল করার সুপারিশ
ঢাকা, ৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বেগবান করতে মিল্কভিটা সমবায় কার্যক্রম আরো বেশি গতিশীল করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আ,স,ম, ফিরোজের সভাপতিত্বে আজ সিরাজগঞ্জের শাহজাদপুরে মিল্কভিটা রেস্ট হাউজে ব্রিফিং কক্ষে অনুষ্ঠিত এক সভায় একথা বলা হয়।
কমিটির সদস্য ইসমত আরা সাদেক এবং মহিবুর রহমান মানিক সভায় অংশ নেন।
সভায় মিল্কভিটার যে কোন সফটওয়্যার তৈরিতে সরকারের আইসিটি বিভাগের সাথে সম্পৃক্ত হতে সুপারিশ করা হয়।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মাটি পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে গোচারণ ভূমি তৈরির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করে।
সভায় মিল্কভিটায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের কেউ অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
কমিটি বৈঠক শেষে মিল্কভিটার উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, মিল্কভিটার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৮৪০/-অমি