বাসস প্রধানমন্ত্রী-৫ : নূর হোসেনদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন হয় : প্রধানমন্ত্রী

130

বাসস প্রধানমন্ত্রী-৫
শেখ হাসিনা-নুর হোসেন
নূর হোসেনদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন হয় : প্রধানমন্ত্রী
ঢাকা, ৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ নভেম্বর নূর হোসেনদের আত্মত্যাগের কারণে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।
আগামীকাল শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘১০ নভেম্বর বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে একটি স্মরণীয় দিন। ১৯৮৭ সালের এ দিন যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। আমি শহিদ নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘যুবলীগের আরেক নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহিদ হন। তাঁদের এ মহান আত্মত্যাগ তৎকালীন সৈ¦রশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন-সংগ্রামে বাবুল, ফাত্তাহসহ আরও নাম না জানা অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। অবশেষে সৈ¦রশাসকের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। ভোট ও ভাতের অধিকার ফিরে পায় জনগণ।’
তিনি বলেন, ‘নূর হোসেন সৈ¦রাচারবিরোধী আন্দোলনে তাঁর বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, সৈ¦রাচার নিপাত যাক’ সেøাগান লিখে ১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫-দলীয় ঐক্যজোটের মিছিলে যোগ দেন।’
তিনি বলেন, ‘মিছিলটি যখন জিরো পয়েন্টে পৌঁছে, তখন সৈ¦রাচার সরকারের নির্দেশে মিছিল লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। গুলিতে নূর হোসেনের বুক ঝাঁঝরা হয়ে যায়।’
শেখ হাসিনা শহিদ নূর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/১৮৩৫/-আসাচৌ