বাসস ক্রীড়া-৯ : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবের পরও ৪১ ওভার খেলার সুযোগ পেল রংপুর-ঢাকা বিভাগ

117

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-এনসিএল
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবের পরও ৪১ ওভার খেলার সুযোগ পেল রংপুর-ঢাকা বিভাগ
ঢাকা, ৮ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবের পর ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে প্রথম স্তরে ৪১ ওভার খেলার ব্যাট-বল হাতে লড়াই করলো রংপুর বিভাগ ও ঢাকা বিভাগ। এই ৪১ ওভারে প্রথম ব্যাট করে প্রথম দিন শেষে ৫ উইকেটে ১১০ রান করেছে রংপুর।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ঢাকা বিভাগ। ব্যাট হাতে নেমে ১০ বলের মধ্যে শুন্য রানে দুই ওপেনারকে হারায় রংপুর। রিসাদ হোসেন ও মেহেদি মারুফ শূন্য হাতে ফিরেন। এরপর শুরুর ধাক্কা সামাল দেন সোহরাওয়ার্দি শুভ ও অধিনায়ক নাইম ইসলাম। তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন তারা।
নাইম ২৩ রানে ফিরলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শুভ। ১১টি চারে ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। দিনের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন আরিফুল হক। ১৫ রান করেন তিনি। তবে নাসির হোসেন ৫ ও তানবীর হায়দার ৬ রান নিয়ে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। ঢাকা বিভাগের শাহাদাত হোসেন ও সালাউদ্দিন শাকিল ২টি করে উইকেট নেন।
বাসস/এএমটি/১৭৫০/স্বব