বাসস দেশ-১৯ : ঘূর্র্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ফায়ার সার্ভিস

116

বাসস দেশ-১৯
বুলবুল-ফায়ার-সার্ভিস
ঘূর্র্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ফায়ার সার্ভিস
ঢাকা, ৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিদপ্তরের সব ধরণের ছুটি বাতিল করে সংশ্লিষ্ট এলাকায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। জেলাগুলোতে প্রস্তুত রাখা হয়েছে ওয়াটার রেসকিউ টিম, ফাস্ট এইড টিম এবং সার্চ অ্যান্ড রেসকিউ টিম।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর যাবতীয় খবরাখবর সংগ্রহ ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পক্ষ থেকে চারটি স্বতন্ত্র নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষগুলোর ফোন নম্বর হচ্ছে : ঢাকা-০২-৯৫৫৬৭৫৪, ০১৭১৩০৩৮১৮১; চট্টগ্রাম-০১৭৩০৩৩৬৬৬৬; খুলনা-০১৭৩৩০৬২২০৯ এবং বরিশাল-০১৯৮৩৮৮৬৬৭৭।
বাসস/সবি/এমএন/১৭৪৫/-আসাচৌ