চিলিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের আগুন, চার্চ লুট

245

সান্তিয়াগো, ৯ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): চিলির বিক্ষোভকারীরা শুক্রবার একটি বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং একটি চার্চে লুটপাট চালিয়েছে। দেশটির আর্থ-সামাজিক বৈষম্যের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের তিন সপ্তাহপূর্তি পালন উপলক্ষে আয়োজিত সমাবেশ স্থলের কাছে এমন ঘটনা ঘটানো হয়। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেসরকারি পেদ্রো ডি বালদিভিয়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনরত পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর এর শতবর্ষ পুরাতন প্রশাসনিক ভবনের কাঠের ছাদে আগুন ধরিয়ে দেয়া হয়।
বিক্ষোভকারীদের বাধার কারণে দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে অনেক বেগ পেতে হয়।
এছাড়াও মুখোশ পরিহিত বিক্ষোভকারীরা পার্শ্ববর্তী একটি লা অসানসিওন চার্চে লুটপাট চালায়। এসময় তারা চার্চের ফার্নিচারগুলো টেনে বাহিরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
এরআগে ব্যয় বহুল শিক্ষা ও স্বাস্ব্য সেবা এবং আর্থ-সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্লাজা ইতালিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। চিলিতে এ সামাজিক অস্থিরতায় এ পর্যন্ত ২০ জন প্রাণ হারিয়েছে।