বাসস বিদেশ-৩ : অস্ট্রেলিয়ায় দাবানলে কমপক্ষে ২ জনের মৃত্যু, ১শ’ বাড়ি ভস্মিভূত

148

বাসস বিদেশ-৩
অস্ট্রেলিয়া-দাবানল-মৃত্যু
অস্ট্রেলিয়ায় দাবানলে কমপক্ষে ২ জনের মৃত্যু, ১শ’ বাড়ি ভস্মিভূত
সিডনি, ৯ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে শনিবার ছড়িয়ে পড়া নজিরবিহীন দাবানলে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে এবং ১শ’ বাড়ি পুড়ে গেছে। খবর এএফপি’র।
নিউ সাউথ ওয়েলস’র প্রধানমন্ত্রী গ্লাডিস বারাজিকলিয়ান বলেন, দাবানলের ঘটনায় সাতজন নিখোঁজ রয়েছে। এদিকে অনেক স্থানে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দমকল কর্মীরা এসব দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
দাবানলে এ পর্যন্ত দু’জনের প্রাণহানি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দু:খের সাথে জানাচ্ছি যে এ সংখ্যা আরো বাড়তে পারে।’
জরুরি সেবা সংস্থা জানায়, তারা একটি ভিতর থেকে একটি লাশ উদ্ধার করে এবং দগ্ধ অপর এক নারীর হাসপাতালে মৃত্যু হয়েছে।
দমকল বিভাগ তাদের দেয়া হাল নাগাদ তথ্যে দাবানলে এ পর্যন্ত কমপক্ষে ১শ’ বাড়ি ভস্মিভূত হওয়ার খবর বলা হয়েছে।
দাবানলে ৩০ জনের বেশি লোক আহত হয়েছে। এদের অধিকাংশ দমকল কর্মী।
বাসস/এমএজেড/১৩২০/জুনা