খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে ৮৫৩ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত

188

ঢাকা, ৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহ সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে ৮৫৩ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ সব আশ্রয় কেন্দ্রে আজ বেলা ১১টা হতে লোকজনকে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ভবনগুলোও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসমূহ হচ্ছে – খুলনা জেলায় ৩৪৯ টি, সাতক্ষীরা জেলায় ২৭০ টি ও বাগেরহাট জেলায় ২৩৪ টি। বিভাগের উপকূলীয় জেলাসমূহে সকাল থেকে মাঝরি ধরণের বৃষ্টিপাতসহ দমকা হাওয়া বইছে। দুর্যোগ মোকাবেলায় এলাকাসমূহের জনপ্রতিনিধি, আশ্রয়কর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মকভাবে কাজ করছেন।