বাসস ক্রীড়া-২ : দেশের হয়ে ১শ ম্যাচ খেলা গর্বের : রোহিত

126

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-টি-২০
দেশের হয়ে ১শ ম্যাচ খেলা গর্বের : রোহিত
রাজকোট, ৮ নভেম্বর, ২০১৯ (বাসস) : রাজকোটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টি-২০ ক্রিকেটে ১শতম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-২০তে ১শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন রোহিত। এতে নিজেও অনেক বেশি উচ্ছসিত তিনি। তাই দেশের হয়ে ১শ ম্যাচ খেলতে পেরে গর্বিত রোহিত, ‘দেশের হয়ে ১শ ম্যাচ খেলতে পারাটা গর্বের। আমি কোন দিনও ভাবিনি এতগুলো ম্যাচ খেলার সুযোগ পাব। এই সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’
নিজের শততম ম্যাচে চমক দেখিয়েছেন রোহিত। ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিং তান্ডবে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ভারত। আর তাতেই সিরিজে সমতা আনতে পারে ভারত। সিরিজের প্রথম ম্যাচ হেরেছিলো ভারত। ব্যাটিং তান্ডব দিয়ে ভারতকে সিরিজে ফেরালেন রোহিত।
রাজকোটের উইকেটের কারনে নিজের প্রতি আত্মবিশ্বাস ছিলো রোহিতের। তাই ব্যাট হাতে বড় ইনিংস খেলা সহজ হয়েছে বলে জানান তিনি, ‘রাজকোটের পিচে রান আসে। এটিও জানতাম, এই পিচে দ্বিতীয় ইনিংসে বোলাররা সমস্যায় পড়বে। আমরা সেই সুবিধা নিতে পেরেছি। আর পাওয়া-প্লের কল্যাণে কাজ সহজ হয়ে যায়। ব্যাট হাতে নামলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। পরিস্থিতি আমার পক্ষেই ছিলো। তাই বল উড়িয়ে দেয়ার লক্ষ্য ছিলো আমার।’
গতকালের বিধ্বংসী ইনিংসকে সেরা বলছেন না রোহিত, ‘একটি ইনিংসকে বেছে নিতে পারবো না। আমার সব ইনিংসকেই ভালোবাসি। আরও অনেক দুর্দান্ত ইনিংস খেলার জন্য মুখিয়ে আছি।’
দলের দুই স্পিনার যুজবেন্দ্রা চাহাল ও ওয়াশিংটন সুন্দরের প্রশংসাও করলেন রোহিত। তিনি বলেন, ‘চাহাল-সুন্দর দারুন বল করেছে। কঠিন পরিস্থিতির মধ্যে বল করেছে চাহাল। প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে রান তোলার গতি টেনে ধরে সে। এটিই তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সুন্দর আমাদের নতুন বলের বোলার। তবে এ ম্যাচে তাকে পরের দিকে ব্যবহার করার পরিকল্পনা করি। ’
বাসস/এএমটি/১৬৩০/স্বব