বাসস দেশ-৪৪ : আগামীকাল আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস

445

বাসস দেশ-৪৪
গণপ্রকৌশল-দিবস
আগামীকাল আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস
ঢাকা, ৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস আগামীকাল।
এই উপলক্ষে পাঁচ লক্ষাধিক সদস্যের প্রতিষ্ঠান আইডিইবি দেশজুড়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে ৮ নভেম্বর কেন্দ্রিয়ভাবে ঢাকায় সকাল ১০টায় আইডিইবি ভবনে র‌্যালিপূর্ব সমাবেশ ও আলোচনা।
এছাড়া ৯-১৪ নভেম্বর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে দিবসের প্রতিপাদ্যের আলোকে সেমিনার, আলোচনা এবং নবীন-প্রবীণ সদস্য প্রকৌশলীদের সমাবেশের আয়োজন করা হবে।
আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বলেন, প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় শিক্ষা কার্যক্রমের মূল ভিত্তি ধরে ‘লার্নিং বাই ডুয়িং’ অর্থাৎ কাজের মধ্য দিয়ে শেখা পদ্ধতিতে কারিকুলাম প্রণয়নের স্লোগানের মধ্য দিয়ে এ বছর আইডিইবি ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন করবে। এ ব্যাপারে ১২ দফা সুপারিশ প্রনয়ণ করা হয়েছে। এই সুপারিশমালার পক্ষে সামাজিক আন্দোলন ও জনমত সৃষ্টির লক্ষ্যে দেশজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাসস/সবি/এমএআর/২২০৫/-জেজেড