বাসস দেশ-৪২ : বাদলের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

236

বাসস দেশ-৪২
জব্বার-শোক
বাদলের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
ঢাকা, ৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিক ও পার্লামেন্টারিয়ান মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মঈন উদ্দীন খান বাদলের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বাদল বাঙালিদের ওপর আক্রমণের জন্য পাকিস্তান থেকে আনা অস্ত্র চট্রগ্রাম বন্দরে সোয়াত জাহাজ থেকে খালাসের সময় প্রতিরোধের অন্যতম নেতৃত্বদানকারী হিসেবে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকবেন।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাফফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এমএআর/২১১৫/-এএএ