বাসস ক্রীড়া-৮ : কলকাতা টেস্টের প্রথম তিনদিনের ৩০ শতাংশ টিকিট বিক্রি

135

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-কলকাতা টেস্ট
কলকাতা টেস্টের প্রথম তিনদিনের ৩০ শতাংশ টিকিট বিক্রি
কলকাতা, ৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত দিবা রাত্রির টেস্ট। টেস্ট ইতিহাসে এই প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলবে দু’দল। ঐ টেস্ট ঘিরে ঐ টেস্টকে ঘিরে আয়োজনে কোন কমতি রাখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাথে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
বিসিসিআই ও সিএবির আয়োজন ভারতের মাটিতে প্রথম দিবা-রাত্রির ম্যাচ দেখতে অস্থির হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমিরা। সেই প্রমান মিলল- কলকাতা টেস্টের টিকিট নিয়ে। অনলাইনে টেস্টের প্রথম দিনের টিকিট ছেড়েছিলো বিসিসিআই। দু’দিনেই অনলাইনে দেয়া প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এমনটাই জানিয়েছে সিএবি।
এক বিবৃতিতে সিএবির সচিব অভিষেক ডালমিয়া জানান, ‘প্রথম তিন দিনে অনলাইনে ছাড়া টিকিটের মধ্যে ৩০ শতাংশ বিক্রি হয়ে গেছে। প্রথম তিন দিনে ৫,৯০৫ টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়াও চতুর্থ দিনের টিকিট বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি।’
বাসস/এএমটি/১৯০০/স্বব