বাসস ক্রীড়া-৬ : শনিবার শুরু হচ্ছে বঙ্গমাতা এশিয়ান আন্তর্জাতিক ভলিবল

110

বাসস ক্রীড়া-৬
ভলিবল-বঙ্গমাতা
শনিবার শুরু হচ্ছে বঙ্গমাতা এশিয়ান আন্তর্জাতিক ভলিবল
ঢাকা, ৭ নভেম্বর ২০১৯ (বাসস) : আগামী শনিবার মিরপুস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপ।
প্রধান অতিথি হিসেবে ছয়দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। আগামী ৯ নভেম্বর উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মত এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ পাচ্ছে বাংলাদেশের নারী ভলিবল দল। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ গ্রহণকারী অপর চার দল হচ্ছে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও নেপাল।
আগামী ১০, ১২ ও ১৩ নভেম্বর প্রথম পর্বের বাকী ম্যাচে যথাক্রমে মালদ্বীপ, নেপাল ও কিরগিজস্থানের মোকাবেলা করবে স্বাগতিক নারীরা। রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের শীর্ষ দুই দল আগামী ১৪ নভেম্বর ফাইনালে খেলার সুযোগ পাবে। একই দিন স্থান নির্ধারনী ম্যাচে অংশ নিবে টুর্নামেন্টের তলানীর দুটি দল।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি । টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
টুর্নামেন্ট উপলক্ষে আজ বাংলদেশ অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্টের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস এবং ফেডারেশনের সদস্য মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/এমএইচসি/১৮১০/স্বব