বাসস দেশ-২৫ : চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে সেনা প্রধানের সাক্ষাৎ

108

বাসস দেশ-২৫
সেনা প্রধান-সাক্ষাৎ
চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে সেনা প্রধানের সাক্ষাৎ
ঢাকা, ৭ নভেম্বর, ২০১৯ (বাসস): চীন সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চীনের প্রতিরক্ষামন্ত্রী ও গ্রাউন্ড ফোর্স’র কমান্ডারের সাথে সাক্ষাৎ করেছেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জেনারেল আজিজ আহমেদ গত ৫ নভেম্বর মঙ্গলবার চীনের বেইজিং এ অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পরিদর্শন করেন।
পরে তিনি পিপলস্ লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স এর কমান্ডার জেনারেল হান উয়েগো’র সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, যৌথ অনুশীলন এবং বাস্তুচ্যূত রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।
এরপর ৬ নভেম্বর সেনাবাহিনী প্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়েই ফেং এর সাথে সাক্ষাৎ করেন।
এসময় তাঁরা বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ের পাশাপাশি জোড়পূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধ প্রবনতা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে যা বাংলাদেশ-মিয়ানমার তথা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
সেনাপ্রধান উল্লেখ করেন, বাংলাদেশ এবং মিয়ানমার উভয় রাষ্ট্রের জন্যই চীন অত্যন্ত বন্ধুপ্রতীম রাষ্ট্র।
তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসার আহবান জানান।
এছাড়াও তিনি গত ৬ নভেম্বর বুধবার বেইজিং এ অবস্থিত একটি কম্বাইন্ড ব্রিগেড এবং আজ বৃহস্পতিবার ৭ নভেম্বর নানজিং এঅবস্থিত অপর একটি কম্বাইন্ড ব্রিগেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
বাসস/আইএসপিআর/এমএমবি/১৮০০/-আসাচৌ