বাসস বিদেশ-৩ : হত্যার দায়ে টেক্সাসে শ্বেতাঙ্গ উগ্রবাদী চক্রের সাবেক নেতার মৃত্যুদন্ড কার্যকর

147

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-মৃত্যুদ-কার্যকর-টেক্সাস
হত্যার দায়ে টেক্সাসে শ্বেতাঙ্গ উগ্রবাদী চক্রের সাবেক নেতার মৃত্যুদন্ড কার্যকর
ওয়াশিংটন, ৭ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): টেক্সাসে বুধবার শ্বেতাঙ্গ উগ্রবাদী চক্রের সাবেক এক নেতার মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ২০০২ সালে এল পাসোর কাছে এক নারীকে হত্যার দায়ে তার এ দ- কার্যকর করা হলো। খবর এএফপি’র।
টেক্সাসের হান্টসভিল কারাগারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ৩৮ বছর বয়সী জাস্টেন হলের মৃত্যুদ- কার্যকর করা হয়।
এল পাসো উপকণ্ঠে ২৯ বছর বয়সী এক নারীকে গলা টিপে হত্যার দায়ে ২০০৫ সালে হলকে মৃত্যুদ- দেয়া হয়। পরে ওই নারীর লাশ নিউ মেক্সিকোর পার্শ্ববর্তী মরুভূমিতে পুঁতে রাখা হয়।
আদালতের রায়ে বলা হয়, হলের চক্র ‘আরিয়ান সার্কেল’ পরিচালিত অবৈধ মাদক তৈরীর কারখানার কথা ফাঁস করে দেয়ার হুমকি দেয়ায় এ নারীকে হত্যা করে।
বাসস/এমএজেড/১৩১০/জুনা