মঈন উদ্দীন খান বাদলের ইন্তেকাল

370

ঢাকা, ৭ নভেম্বর, ২০১৯ (বাসস): একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম -৮ থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।
জাসদ একাংশের সভাপতি শরীফ নূরূল আম্বিয়া বাসস’কে জানান, ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইন্সটিটিউট এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।
তিনি জানান, এরআগে তিনি সিঙ্গাপুরে একটি হাসপাতানে চিকিৎসা নিয়েছেন।
মঈন উদ্দীন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কার্যকরী সভাপতি এবং নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন।
তার মৃত্যুতে জাসদ একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে দেশ একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।