মইন উদ্দীন খান বাদলের ইন্তেকালে প্রধানমন্ত্রীর শোক

292

ঢাকা, ৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট রাজনীতিবিদ ও সংসদ সদস্য, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাদলের অবদানের কথা গভীর সম্মানের সাথে স্মরণ করেন।
তিনি বলেন, বাদলের মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও নিবেদিত প্রাণ রাজনীতিবিদকে হারালো। দেশের সব প্রগতিশীল আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কথা দেশবাসী স্মরণ করবে।
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) একাংশের নির্বাহী সভাপতি বাদল আজ সকালে ভারতের বেঙ্গালুরুর এক হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন।