বাসস ক্রীড়া-৭ : দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামছেন রোহিত

121

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-রোহিত
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামছেন রোহিত
রাজকোট, ৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একশতম আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলতে নামছেন ভারতের রোহিত শর্মা। আগামীকাল বৃহস্পতিবার রাজকোটের সৌরাস্ট ক্রিকেট এাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন রোহিত। তার আগে একশ’ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড় পাকিস্তানের শোয়েব মালিক।
সংক্ষিপ্ত ভার্সনে সুরেশ রায়নার ৮৩৯২ টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হতে আর মাত্র ৭২ রান প্রয়োজন রোহিতের। এ ভার্সনে ভারতীয়দের মধ্যে ৮৫৫৬ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। অবশ্য আন্তর্জাতিক টি-২০তে এখন সর্বোচ্চ ২৪৫২ রানের মালিক রোহিত। চলমান সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে রান করে কোহলির ২৪৫০ রান টপকে যান রোহিত।
ভারতীয় অধিনায়ক বেশ ভাল করেই জানেন দিল্লিতে প্রথম ম্যাচে পুনর্গঠিত বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার পর ভারতকে সিরিজে সমতায় ফিরিয়ে আনতে তাকে নিজকেই জেগে উঠতে হবে।
তবে রোহিত বলেন কোন ফর্মেট কিংবা কতটা ম্যাচ খেলছেন সেটা কোন বিষয় নয়, দেশের হয়ে খেলতে পরাটাই তার কাছে গর্বের বিষয়।
নিজের শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচের আগে রোহিত বলেন, ‘এটা অত্যন্ত সাধারণ বিষয়- আমি ভারতের হয়ে খেলছি। আমি নিজ দেশের হয়ে খেলছি এবং এটাই আমার কাছে সবচেয়ে বড়।’
‘আপনি কোন ফর্মেটে খেলছেন সেটা কোন বিষয় নয়, দিন শেষে আপনাকে মাঠে নামতে হবে এবং নিজের সেরাটা দিতে হবে। ফর্মেটের পরিবর্তন হবেই, এই মুহূর্তে আমি টি-২০ খেলছি, কয়েক সপ্তাহ পর আমি টেস্ট খেলব। ফর্মেট খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি, আমাকে মাঠে নামতে হবে এবং আমার সেরাটা দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘যা আমাকে উদ্বুদ্ধ করে তা হচ্ছেÑ আমি দেশের ১৫০ কোটি মানুষের একজন, যে কিনা দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এটাই সারা জীবন আমাকে অনুপ্রাণীত করবে।’
বাসস/এসএমপি/স্বব/১৯১১/এএমটি