বাসস দেশ-২৫ : পার্বত্য এলাকায় চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ

118

বাসস দেশ-২৫
কমিটি-পার্বত্য চট্টগ্রাম
পার্বত্য এলাকায় চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ
ঢাকা, ৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে পার্বত্য এলাকায় চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতে রেজিস্টার খাতায় স্বাক্ষর অথবা ইলেকট্রনিক ডিভাইস চালু করার সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সদস্য দীপংকর তালুকদার এর সভাপতিতে অনুষ্ঠিত্ব সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, এ. বি. এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বাসন্তী চাকমা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, পার্বত্য এলাকার হাসপাতাল ভবন মেরামত বা নির্মাণ সংশ্লিষ্ট কয়েকটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার ১০টি, খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি ও বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় কয়েকটি উন্নয়ন প্রকল্প বা স্কিম বাস্তবায়িত অথবা বাস্তবায়নাধীন রয়েছে।
পাবর্ত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯০২/কেজিএ