বাসস দেশ-১৪ : বিএসএমএমইউয়ে পেন্ট্রাঅপারেটিভ মাইক্রোস্কপি ও নিউরোএন্ডোস্কপির উদ্বোধন

131

বাসস দেশ-১৪
নিউরোসার্জারি-মেশিন-উদ্বোধন
বিএসএমএমইউয়ে পেন্ট্রাঅপারেটিভ মাইক্রোস্কপি ও নিউরোএন্ডোস্কপির উদ্বোধন
ঢাকা, ৬ নভেম্বর, ২০১৯ (বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগে আজ রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে আধুনিক পেন্ট্রা অপারেটিভ মাইক্রোসকপি ও নিউরোএন্ডোসকপির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।
এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেন, এ্যানেসথেসিয়া এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একে এম আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসকবৃন্দ ।
বিএসএমএমইউয়ে আধুনিক পেন্ট্রা অপারেটিভ মাইক্রোসকপি ব্যবহারের মাধ্যমে রোগীদের কোনো প্রকার ক্ষতি ছাড়াই নিউরোসার্জারির জটিল অপারেশনসমূহ এবং নিউরোএন্ডোসকপি ব্যবহারের ফলে স্বল্পতম কাটাছেরার মাধ্যমে ব্রেইনের অভ্যন্তরে সফল অস্ত্রোপচার করা সম্ভব হবে।
বাসস/সবি/এসএস/১৭০০/এএএ