বাসস ক্রীড়া-১৪ : ড্র হলো বাংলাদেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল

237

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-অনূর্ধ্ব-১৯ দল
ড্র হলো বাংলাদেশ-শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল
খুলনা, ৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : ড্র’তে শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের দু’ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচের মত আজ দ্বিতীয় চারদিনের ম্যাচটি ড্র’তে শেষ হয়।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দিনই ১৮৪ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাবে নিজেদের প্রথম ইনিংস ৩৫৪ রানে শেষ করে বাংলাদেশ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৮ রানে থামেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। ১৮১ বল মোকাবেলা করে ১৫টি চার মারেন তিনি। এছাড়া আলভি হক ৭২ ও শাহাদাত হোসেন ৫০ রান করেন।
ফলে প্রথম ইনিংস থেকে ১৭০ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাট হাতে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় শ্রীলংকা। ৯ উইকেটে ৩৪৬ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে লংকানরা। দলের পক্ষে অধিনায়ক নিপুন পেরেরা ৮১ ও সোনাল দিনুশা ৫৫ রান করেন।
শ্রীলংকা ইনিংস ঘোষণায় জয়ের জন্য ১৭৭ রানের টার্গেট পায় বাংলাদেশ। দিনের শেষভাগে মাত্র ১৪ ওভার ব্যাট করার সুযোগ পায় স্বাগতিকরা। স্কোর বোর্ডে ৩৭ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। এরপরই ম্যাচটি ড্র হয়।
আগামী ৯ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল।
বাসস/এএমটি/২০১০/স্বব