বাসস দেশ-২০ : শিল্পী অধ্যাপক আবদুর রাজ্জাকের ৮৭তম জন্মোৎসব উদযাপিত

104

বাসস দেশ-২০
আব্দুর রাজ্জাক-জম্মোৎসব
শিল্পী অধ্যাপক আবদুর রাজ্জাকের ৮৭তম জন্মোৎসব উদযাপিত
ঢাকা, ৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক ও শিল্পী অধ্যাপক আব্দুর রাজ্জাকের ৮৭তম জন্মোৎসব বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে ভাস্কর্য বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য প্রাক্তনি সংঘ (ডুসকা)’র যৌথ উদ্যোগে আজ এক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য প্রয়াত শিল্পী অধ্যাপক আবদুর রাজ্জাকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি ছিলেন। এসময় ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ, ডুসকার সভাপতি মুজিবর রহমান, নগরবিদ অধ্যাপক ড. নজরুল ইসলাম, শিল্পাচার্য তনয় প্রকৌশলী ময়নুল আবেদিন, অধ্যাপক লালারুখ সেলিম, আসিফ আহমেদ, অধ্যাপক আবদুর রাজ্জাকের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থপতি এবং শিল্পানুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএএস/১৮৩১/কেএমকে