বাসস দেশ-১০ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

113

বাসস দেশ-১০
ঢাবি-বঙ্গবন্ধু
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ
ঢাকা, ৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
আজ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর চত্বরে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক, প্রক্টর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৬৪০/এএএ