আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় : খন্দকার মোশাররফ

460

গোপালগঞ্জ, ৩০ জুন, ২০১৮ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হোক আওয়ামী লীগ এটাই চায়।
আওয়ামী লীগ আগামী নির্বাচন বানচাল করতে পারে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘কি কারণে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে যাবে। সকল দলের সম্পৃক্ততা নিয়েই আওয়ামী লীগ নির্বাচন করতে চায়।’
আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
সদ্য সমাপ্ত গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিএনপি সব কিছুর মধ্যেই দোষ দেখছে। নির্বাচনের আগেই তারা বলেছে একশ কেন্দ্রে তাদের এজেন্ট নেই। এখন কি আওয়ামী লীগ তাদের এজেন্ট দিয়ে দিবে, এজেন্ট তো দিবে তারা।’
গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আরিফুর রহমান খোকন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাভোকেট সুবল চন্দ্র সাহা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান এ সময় তার সঙ্গে ছিলেন।