রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ একজন গ্রেফতার

177

ঢাকা, ৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মডেল থানার কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের নাম মো. হাফিজুর রহমান। তার হেফাজত থেকে ৪টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
মশিউর জানান, গ্রেফতারকৃত হাফিজুর রহমান তার সহযোগী হাবিবুর রহমান বিশ্বাস ও জিল্লুরের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে বেনাপোল দিয়ে চোরাই পথে অবৈধ অস্ত্র-গুলি আমদানি করে।
তিনি বলেন, তাদের এসব অস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গী গোষ্ঠী, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ নানা ধরনের নাশকতামূলক বা সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার হয়ে থাকে। প্রত্যেকটি অস্ত্রের জন্য ৩০ হাজার করে টাকা নেয়া হয়। এসব অস্ত্র বাংলাদেশে এনে বিভিন্ন ব্যক্তির নিকট উচ্চ দামে বিক্রয় করা হয়।
এ ব্যাপারে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।