বাসস দেশ-৪ : এফ আর টাওয়ারের মালিকের জামিন বাতিল

130

বাসস দেশ-৪
জামিন-বাতিল
এফ আর টাওয়ারের মালিকের জামিন বাতিল
ঢাকা, ৫ নভেম্বর, ২০১৯ (বাসস): নকশা জালিয়াতি করে রাজধানীর এফ টাওয়ার নির্মাণ করায় দুদকের মামলায় এফ আর টাওয়ারের ইজারা গ্রহিতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক ( এস এম এইচ ফারুক), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন ইমারত পরিদর্শক ও প্রাক্তন উপপরিচালক (এস্টেট) মুহাম্মদ শওগত আলীর জামিন বাতিল করেছে হাইকোর্ট।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দেয়া জামিন আবেদন বাতিল করে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ দুদকের পৃথক তিন আবেদনের প্রেক্ষিতে তাদের জামিন স্থগিত করে রুল ও আত্মসমর্পণের নির্দেশ দেন।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের এ কথা বলেন।
বাসস/এএসজি/ডিএ/১৩২৫/এমএসআই