নীলফামারীতে ‘দুূর্যোগ সহনশীল নগর তৈরি বিষয়ক’ কর্মশালা

152

নীলফামারী, ৫ নভেম্বর, ২০১৯ (বাসস) জেলায় চলছে ২দিন দিনের দুূর্যোগ সহনশীল নগর তৈরি বিষয়ক’ কর্মশালা। নীলফামারী পৌরসভা মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালা সমাপ্ত হবে আজ মঙ্গলবার বিকেল ৪টায়।
সোমবার সকাল ১১টায় ওই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ এবং নীলফামারী পৌরসভা ওই কর্মশালার আয়োজন করে।
মিউনিসিপাল এসাসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবং নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, কর্মশালা প্রথমদিন সোমবার রংপুর বিভাগের ৩১ পৌরসভার সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী পর্যায়ের ৩১ প্রতিনিধি অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার ওই ৩১ পৌরসভার মেয়র এবং কাউন্সিলর অংশগ্রহণ করেছেন কর্মশালায়। দেশের ১১ অঞ্চলে অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।