বাসস বিদেশ-২ : বুরকিনা ফাসোয় হামলায় ১০ জন নিহত

134

বাসস বিদেশ-২
বুরকিনা ফাসোয় হামলায় ১০ জন নিহত
ওয়াগাদৌগৌ, ৫ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে মালি সীমান্তবর্তী একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
পশ্চিম আফ্রিকার এ দেশের সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে এটি হচ্ছে সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা। দেশটি জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে। আর এ যুদ্ধে শত শত লোক প্রাণ হারিয়েছে।
নিরাপত্তা সূত্র এএফপি’কে বলেছে, ‘অস্ত্রধারী অনেক লোক সোমবার ভোরে আওয়ারসিতে একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।’
‘কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর হামলাকারীরা এ নিরাপত্তা ফাঁড়ির ভিতরে ঢুকে পড়ে। এ হামলায় দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচ পুলিশ সদস্যকে হারিয়েছি।’
অপর এক সূত্র জানায়, এ হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতো।
উদালান প্রদেশের ওই ফাঁড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিদের হামলায় ডেপুটি মেয়রসহ চারজন নিহত হয়।
বাসস/এমএজেড/১১২০/এমএবি