বাসস বিদেশ-১ : টোংগা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

254

বাসস বিদেশ-১
টোংগা-ভূমিকম্প
টোংগা উপকূলে শক্তিশালী ভূমিকম্প
নকুয়ালোফা (টোংগা), ৫ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশ টোংগা উপকূলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৬। তবে এতে সুনামির কোন হুমকি নেই। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নিয়াফুর প্রায় ১৩৪ কিলোমিটার পশ্চিমে সমুদ্র তলদেশের স্বল্প গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
তারা জানায়, ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষতির তেমন কোন সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
এএফপি’র সংবাদদাতা জানান, এতে টোংগার রাজধানী নুকুয়ালোফায় ভূমিকম্প অনুভূত হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এ ভূমিকম্পের ঘটনায় সুনামির কোন হুমকি নেই।
ইউএসজিএস জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার কয়েক মিনিট পর সেখানে দ্বিতীয় দফার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।
বাসস/এমএজেড/১১১৫/এমএবি