ভারতের বিপক্ষে প্রথম টি-২০ জয়ে টুইটার প্রশংসায় ভাসছে বাংলাদেশ

347

নয়াদিল্লি, ৪ নভেম্বর ২০১৯ (বাসস) : মুশফিকুর রহিমের নিখুঁত ব্যাটিংয়ে ভর করে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তার অপরাজিত ৬০ রানে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ। ব্লু জার্সির দলের বিপক্ষে এটিই ছিল লাল সবুজদের প্রথম টি-২০ জয়।
বাংলাদেশ ও মুশফিকের এই কীর্তির প্রশংসা এখন টুইটারে ভেসে বেড়াচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তী ইয়ান বিশপ ২০১৬ সালে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে টাইগারদের এক রানের পরাজয়ের ঘটনাটি টেনে এনে তার টুইটারে লিখেছেন, ‘ওই ঘটনাই মুশফিকুর রহিমকে এভাবে ম্যাচ জয়ী ইনিংস খেলতে উৎসাহিত করেছে। এর ফলে ২০১৬ সালের ভুতের আশ্রয় থেকে মুক্তি পাবেন তিনি। ’
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ম্যাচে অংশ নেয়া দু’টি দলকেই ধন্যবাদ জানাচ্ছি। দারুণ খেলেছে বাংলাদেশ।’
ক্রিকেট থেকে নির্বাসিত বাংলাদেশের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুকে লিখেছেন, ‘প্রচন্ড চাপের মধ্যে থেকেও কি চমৎকার দলগত একটি পারফর্মেন্স। অভিনন্দন ছেলেদের। গোটা জাতিকে তোমরা গর্বিত করেছো’।
ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘বাংলাদেশ দলের বিপক্ষে আজ আমাদের ফলাফলটি কষ্টদায়ক। খেলায় এমনটা হতেই পারে। তবে অনেক ক্ষেত্রেই আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে। আজকের এই খেলাটি সবার চোখ খুলে দেয়ার ম্যাচ। যারা মনে করে শুধু অভিজ্ঞতাই সব।’
ভারতের সাবেক ফাস্ট বোলার ইরফান পাঠান বাংলাদেশের প্রশংসা করে লিখেছেন, ‘মুশফিকুর রহিমের সেরা ইনিংসে বাংলাদেশ জয়লাভ করেছে। তবে পরের ম্যাচেই আমি ভারতীয় দলের লড়াইয়ে ফেরার অপেক্ষায় আছি।’