বাসস ক্রীড়া-১২ : চট্টগ্রামকে ইনিংস ব্যবধানে হারালো ঢাকা মেট্রো

259

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-এনসিএল
চট্টগ্রামকে ইনিংস ব্যবধানে হারালো ঢাকা মেট্রো
ঢাকা, ৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফিরতি পর্বের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে ঢাকা মেট্রো।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বাঁ-হাতি ব্যাটসম্যান সাদমান ইসলামের ১৭৮ রানের নান্দনিক ইনিংসে প্রথম ইনিংসে ৪০৩ রানের বড় সংগ্রহ পায় ঢাকা মেট্রো। জবাবে ঢাকা মেট্রোর বোলারদের নৈপুণ্যে ৯১ রানেই গুটিয়ে গেলে ফলো-অনে পড়ে চট্টগ্রাম বিভাগ। ফলো-অনে পড়ে আবারো ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৯৬ রান তুলেছিলো চট্টগ্রাম। তাই ইনিংস হার এড়াতে ৭ উইকেট হাতে নিয়ে আরও ২১৬ রান করতে হতো চট্টগ্রামকে।
কিন্তু তৃতীয় দিন বাকী ৭ উইকেটে ১৫২ রান যোগ করতে পারে চট্টগ্রাম। অর্থাৎ চা-বিরতির আগেই ২৪৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। অধিনায়ক ইয়াসির আলি ৬৬ ও পিনাক ঘোষ ৫৭ রান করেন। ঢাকার শহিদুল ইসলাম ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ঢাকার সাদমান।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা মেট্রো (প্রথম ইনিংস) : ৪০৩/১০, ১০৮.৪ ওভার (সাদমান ১৭৮, আল-আমিন ৮৩, হাসাম ৩/৭২)।
চট্টগ্রাম বিভাগ(প্রথম ইনিংস) : ৯১/১০, ৩০.৫ ওভার (সাদিকুর ২২, পিনাক ১২, শরিফুল্লাহ ৪/৩০)।
চট্টগ্রাম বিভাগ(দ্বিতীয় ইনিংস) : ২৪৮/১০, ৮০.২ ওভার (ইয়াসির ৬৬, পিনাক ৫৭, শহিদুল ৪/২৯)।
ফল : ঢাকা মেট্রো ইনিংস ও ৬৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : সাদমান ইসলাম (ঢাকা মেট্রো)।
বাসস/এএমটি/১৮৪০/স্বব