বাসস ক্রীড়া-১১ : ইনিংস ব্যবধানে জিতলো সিলেট

247

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-এনসিএল
ইনিংস ব্যবধানে জিতলো সিলেট
ঢাকা, ৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফিরতি পর্বের দ্বিতীয় স্তরে বরিশাল বিভাগকে ইনিংস ও ৩২ রানে হারিয়েছে সিলেট বিভাগ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনই ১৬২ রানে অলআউট হয় বরিশাল বিভাগ। জবাবে ৩২২ রানে নিজেদের ইনিংস শেষ করে সিলেট। ফলে প্রথম ইনিংস থেকে ১৬০ রানের লিড পায় সিলেট। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১২ রান করেছিলো বরিশাল। ফলে ৯ উইকেট হাতে নিয়ে ১৪৮ রানে পিছিয়ে ছিলো বরিশাল। দিন শেষে মোহাম্মদ আশরাফুল ২ ও অধিনায়ক ফজলে মাহমুদ ৭ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন সিলেটের দুই স্পিনার নাসুম আহমেদ-শাহানুর রহমান ও পেসার এবাদত হোসেনের বোলিং-এর সামনে মুখ থুবড়ে পড়ে বরিশালের। ১২৮ রানেই নিজেদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেয় বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন সোহাগা গাজী। নাসুম ৫ রানে ৪টি, এবাদত ৩টি ও শাহানুর ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন সিলেটের এবাদত।
সংক্ষিপ্ত স্কোর :
বরিশাল বিভাগ(প্রথম ইনিংস) : ১৬২/১০, ৫৭.১ ওভার (নুরুজ্জামান ৪০, সালমান ২৫, এবাদত ৫/৩৬)।
সিলেট বিভাগ(প্রথম ইনিংস) : ৩২২/১০, ১১৩.১ ওভার (শাহনাজ ৭৩, জাকির ৫৩, মনির ৩/৬৯)।
বরিশাল বিভাগ(দ্বিতীয় ইনিংস : ১২৮/১০, ৪৫.১ ওভার (সোহাগ ৩৭, নাফীস ৩২, নাসুম ৪/৫)।
ফল : সিলেট বিভাগ ইনিংস ও ৩২ রানে জয়ী।
ম্যাচ সেরা : এবাদত হোসেন (সিলেট)।
বাসস/এএমটি/১৮৩৫/স্বব