বাসস ক্রীড়া-৯ : ভারতে স্বর্ণ পদক জিতলেন মাহফুজ

134

বাসস ক্রীড়া-৯
এ্যাথলেটিকস-স্বর্ণ
ভারতে স্বর্ণ পদক জিতলেন মাহফুজ
ঢাকা, ৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : ভারতের ঘরোয়া জাতীয় জুনিয়র এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে স্বর্ণ পদক জয় করেছেন বাংলাদেশ নৌবাহিনির মাহফুজুর রহমান। দেশটির গুন্টার শহরে চলমান পঞ্চম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকসের হাই জাম্প ইভেন্টে স্বর্ণ পদক জয় করেন তিনি।
প্রতিযোগিতার তৃতীয় দিনে আজ সোমবার ২.১০ মিটার অতিক্রম করে দেশের জন্য সম্মান বয়ে আনেন মাহফুজ।
ভারতের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ এ্যাথলেট এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
তারা হলেন সাইফুল ইসলাম খান সানি(২০০ মিটার), জহির রায়হান(৪০০ মিটার), রকিবুল ইনলাম (৮০০ মিটার) এবং মাফুজুর রহমান ও উম্ম হাফনা রুমকি (হাই জাম্প)।
এর আগে গত আগস্টে দেশের মাটিতে জাতীয় সামার চ্যাম্পিয়নশীপে ২.১৫ মিটার অতিক্রম করে জাতীয় রেকর্ড গড়েছিলেন মাহফুজ।
বাসস/স্বব/২০১০/এএমটি