বাজিস-৯ : বগুড়ার ধুনটে দু’শ পরিবারের মাঝে সাইলো বিতরণ

238

বাজিস-৯
বগুড়া- সাইলো বিতরণ
বগুড়ার ধুনটে দু’শ পরিবারের মাঝে সাইলো বিতরণ
বগুড়া, ৩ অক্টোবর ২০১৯ (বাসস): জেলার ধুনট পৌর এলাকায় খাদ্য অধিদপ্তরের অর্থায়নে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় দু’শটি কৃষক পরিবারের মাঝে ও বীজ নিরাপদভাবে সংরক্ষণের জন্য পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।
আজ রোববার ধুনট পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি পারিবারিক সাইলো বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন- ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন প্রমুখ ।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ^াস জানান, এসব সাইলোতে বীজ সংরক্ষন করা হবে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এধরনের সাইলো বিতরণ করা হবে।
উল্লেখ্য, ধুনট উপজেলায় দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় আটহাজার কৃষক পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরনের লক্ষ্যমাত্রা রয়েছে। সত্তর লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন সাড়ে ছয়কেজি ওজনের প্রতিটি পারিবারিক সাইলোর মূল্য ধরা হয়েছে মাত্র আশিটাকা।
বাসস/সংবাদদাতা/২০০২/এমকে