বাসস ক্রীড়া-১৪ : লিড নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

120

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-অনূর্ধ্ব-১৯ দল
লিড নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
খুলনা, ৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় চার দিনের টেস্ট লিড নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলংকার ১৮৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩২১ রান করেছে বাংলাদেশের যুবারা। ফলে ২ উইকেট হাতে নিয়ে ১৩৭ রানে এগিয়ে বাংলাদেশ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিনই অলআউট হয় শ্রীলংকা। ফলে ২ উইকেটে ৭১ রান তুলে দিন শেষ করেছিলো বাংলাদেশ। প্রান্তিক নওরোজ নাবিল ২৮ ও আলভি হক ৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৮ রানে থামেন প্রান্তিক। ১৮১ বল মোকাবেলা করে ১৫টি চার মারেন তিনি।
৭২ রানে আউট হন আলভি। তার ২২৬ বলের ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা ছিলো। এছাড়া শাহাদাত হোসেন ৫০ রানের ইনিংস খেলেন। এরপর আর কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। মেহরাব হোসেন ১৫ ও আশিকুর রহমান ৩ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার পক্ষে বিক্রমাসিংহে-ওয়েলালাগে-পেরেরা ২টি করে উইকেট নেন।
বাসস/এএমটি/১৯২০/স্বব