সিরিজ হার এড়াতে কাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল

156

লাহোর, ৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : সিরিজ হার এড়াতে কাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ২৯ রানে হারে বাংলাদেশর নারীরা। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক পাকিস্তান। তাই সিরিজ হার এড়াতে দ্বিতীয় ও শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে রুমানা আহমেদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে।
সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। ৪৮ দশমিক ৫ ওভারে অলআউট হবার আগে ২১৫ রানের সংগ্রহ পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার নাহিদা খান। এছাড়া অধিনায়ক বিসমাহ মারুফ ৩৯ ও আলিয়া রিয়াজ ৩৭ রান করেন। বল হাতে বাংলাদেশের জাহানারা আলম ৪৪ রানে ৩ উইকেট নেন।
জবাবে ১৪ বল বাকী থাকতে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় উইকেটরক্ষক নিগার সুলতানার ৫৮ রানও দলের হার এড়াতে পারেনি।
তিন ম্যাচের টি-২০ সিরিজেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা চোখে পড়ার মত ছিলো। ওয়ানডে সিরিজের আগে টি-২০তে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয় সালমা খাতুনের দল।
বাংলাদেশ নারী ওয়ানডে দল : রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়শা রহমান, নিগার সুলতানা জোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, ইক্কা মল্লিক, সালমা খাতুন, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার।
স্ট্যান্ড-বাই : নাহিদা আকতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনি আকতার, জিনাত আসিয়া অর্থি, সাবিকুন নাহার জেসমিন ও হ্যাপি ইসলাম।