চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীসহ ৫টি নদী পুনঃখননের উদ্যোগ

176

চুয়াডাঙ্গা, ৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলার মাথাভাঙ্গা নদীসহ ৫টি নদী পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গার কুমার নদ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে নদীর মাটি কেটে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। ওই খনন কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। ৬৪টি জেলার অভ্যন্তরীণস্থ নদী পুনঃখনন প্রকল্পের আওতায় এ নদী খনন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম।