বাজিস-২ : জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত

196

বাজিস-২
জয়পুরহাট- নিহত
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত
জয়পুরহাট, ৩০ জুন, ২০১৮ (বাসস) : অভাবে সংসারে নানা প্রতিকূলতার মধ্যদিয়ে শিক্ষা জীবন শেষে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে ২ মাস আগে ঢুকেছেন জাকিয়া সুলতানা (২৫)। এরমধ্যে জীবন প্রদীপ সারা জীবনের জন্য নিভে গেল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষিকা জাকিয়া সুলতানার । শুক্রবার রাত সাড়ে ৮ টায় জেলা শহরের খনজনপুরে এই দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বাসস’কে জানান, শুক্রবার জয়পুরহাটের পাশের উপজেলা বদলগাছীর গোপালপুর গ্রামের ডলার হোসেনের মেয়ে জাকিয়া সুলতানা জয়পুরহাট বে-সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট সাইবারটেকে শিক্ষকতা পেশায় যোগদান করেন মাত্র দু’মাস আগে। থাকেন জয়পুরহাটের বদরমাস্টার সড়কের বকুল ছাত্রী নিবাসে। বৃহস্পতিবার যথারীতি চাকরী শেষে বাড়ি যান বাবা-মায়ের সঙ্গে দেখা করতে। শুক্রবার আবার জয়পুরহাটে আসার জন্য বের হয়ে ব্যাটারী চালিত একটি অটোতে ওঠেন। জয়পুরহাট শহরের খনজনপুর এলাকায় চারমাথা মোড়ের সন্নিকটে মঙ্গলবাড়ি থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি অবস্থান হলে হঠাৎ করেই চালক অটো ঘুরিয়ে নেয়ার চেষ্টা করলে জাকিয়া ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এ সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে জাকিয়া সুলতানার। ফলে প্রচন্ড আঘাত পান তিনি এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে যায় এবং জাকিয়ার মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। রাত সাড়ে ১০ টায় পরিবারের নিকট জাকিয়ার লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক।
এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। বাস চালক পালিয়ে যায়।
বাসস/ সংবাদদাকতা/১৫৩০/মরপা