বাসস দেশ-২৪ : পুরানা পল্টনে জিএ ভবনে আগুন

141

বাসস দেশ-২৪
অগ্নিকান্ড-ক্ষয়ক্ষতি
পুরানা পল্টনে জিএ ভবনে আগুন
ঢাকা, ২ নভেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস কেন্দ্রিয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে জানান, আজ শনিবার বিকেল সোয়া পাচঁটার দিকে ৮ পুরানা পল্টনের জিএভবনের নিচ তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
লিমা খানম বলেন, ওই ভবনের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের একটি মুদি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসের পাইপ ফেটে গিয়ে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিএ ভবনের নিচতলায় সিঁড়ির কাছে গ্যাস পাইপ ফেটে গিয়ে আগুন লাগে এবং পাশের একটি মুদি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে আগুন লাগার খবর দেন। এক পর্যায়ে তারা আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা বালুর বস্তা ও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
বাসস/এমএমবি/১৯২০/-জেজেড