বাজিস-১ : মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা

157

বাজিস-১
মুকসুদপুর সেবা
মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা
গোপালগঞ্জ, ৩০ জুন, ২০১৮ (বাসস) : জেলার মুকসদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। উপজেলার উজানী ইউনিয়ন পরিষদের আয়োজনে গোপালগঞ্জ সিভিল সার্জনের সহযোগিতা শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ হাজারের বেশী রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রায় দেড় লাখ টাকার ওষুধ দেওয়া হয়।
উজানী ইউপি চেয়ারম্যান শ্যামলকান্তি বোস জানান গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. তরুন কুমার মন্ডলের সার্বিক সহযোগিতায় উজানী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে জেলার বিভিন্ন দপ্তরের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ হাজারের বেশী রোগীকে চিকৎসা দেয়া হয়। গ্রামের প্রান্তিক মানুষদের মৌলিক অধিকার রক্ষায় উদ্যেক্তাদের অর্থায়নের প্রায় দেড় লাখ টাকার ৩১ রকমের ওষুধ দিয়ে চিকিৎসেবা দেওয় হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা এই প্রতি বছরই দেয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবক ও মুকসুদপুর সংবাদ এর সম্পাদক মন্ডলির সভাপতি আবু এম ফারুক।
বাসস/ সংবাদদাতা/১৫১৫/মরপা