বাসস দেশ-১৮ : দেশের উন্নয়নে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

141

বাসস দেশ-১৮
সমবায়-ভূমিকা
দেশের উন্নয়নে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর, ২ নভেম্বর, ২০১৯ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত ৪৮তম জাতীয় সমবায় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সমবায় সমিতির মাধ্যমে সহজে অর্থনৈতিকভাবে লাভবান প্রতিষ্ঠান গড়ে তোলা যায় এ কথা উল্লেখ করে,তিনি বলেন, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা কম থাকলে তারা সমবায় সমিতির মাধ্যমে সহজেই বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হতে পারে।
এ সময় প্রতিমন্ত্রী সমবায় সমিতি গড়ার জন্য উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান।
মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আলোক কুমার দাস, জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন, সদর উপজেলা নিবার্হী অফিসার মাসুদুল আলম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার, সমবায় সমিতির সদস্য আব্বাস আলী, ক্ষুদিরাম হালদার প্রমুখ।
আলোচনা সভার আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালি সমবায় বিভাগের কার্যালয় চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।
এরপর মন্ত্রী মুজিবনগর মেহেরপুর টু গোপালগঞ্জ, মুজিবনগর মেহেরপুর টু রাজশাহী সরাসরি যাতায়াতের জন্য বিআরটিসির তিনটি নতুন পরিবহনের উদ্বোধন করেন।
বাসস/সবি/এসএস/১৮১০/-জেজেড