বাসস দেশ-১৭ : সমবায় হচ্ছে মুক্তির সোপান : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

119

বাসস দেশ-১৭
সমবায়-আলোচনা
সমবায় হচ্ছে মুক্তির সোপান : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুর, ২ নভেম্বর, ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সমবায় হচ্ছে মুক্তির সোপান। সমবায়ের মাধ্যমে অনেক বড় বড় কাজে সাফল্য পাওয়া যায়।
আজ গাজীপুরে শহীদ আহসান উল¬াহ মাস্টার মিলনায়তনে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রীনা পারভীন, জেলা সমবায় অফিসার আইরিন খানম, মুক্তিযোদ্ধা মো. মহর আলী প্রমুখ।
মোজাম্মেল হক বলেন, ভবিষ্যতে দেশের উন্নয়ন-অগ্রগতিতে সমবায় ভিত্তিতে চাষাবাদের কোনো বিকল্প নাই। মধ্যম ও উন্নত আয়ের দেশে পরিণত হতে সমবায় ভিত্তিক কার্যক্রম গ্রহণ করতে তিনি আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের পর শোভাযাত্রা বের করা হয় এবং পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাসস/সবি/এমএআর/১৮০০/জেহক