প্রথমবারের মত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে বাংলাদেশ-ভারত

186

দিল্লি, ২ নভেম্বর, ২০১৯ (বাসস) : আগামীকাল শুরু হওয়া সিরিজ দিয়ে প্রথমবারের মত ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত মহবে দিল্লিতে। এর আগে কোন দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ ও ভারত।
বাংলাদেশ-ভারত এখন পর্যন্ত ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সবক’টি টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ ও নিদাহাস ট্রফিতে। বিশ্বকাপে তিন বার, এশিয়া কাপে দুই বার ও শ্রীলংকায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে তিন বার ভারতের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ।
তাই প্রথমবারের মত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামবে বাংলাদেশ-ভারত। এমন সিরিজে দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নামতে হচ্ছে টাইগারদের। সাথে সিরিজে থাকছেন না তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিনও। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পক্ষান্তরে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা।