জয়পুরহাটে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি, জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

308

জয়পুরহাট, ২ নভেম্বর, ২০১৯ (বাসস): জেলায় আজ শনিবার থেকে জেএসসি, জেডিসি ও নবম/দাখিল শ্রেণীর (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। এবার ১৬ হাজার ৮ শ ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। জয়পুরহাটে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে স্থানিয় প্রশাসন।
জেলা প্রশাসকের শিক্ষা শাখা সূত্র বাসস’কে জানায়, সারাদেশের ন্যায় জয়পুরহাটেও আজ শনিবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি), নবম শ্রেণীর ও দাখিল ভোকেশনাল পরীক্ষা-২০১৯ শুরু হেেয়ছে। আজ পরীক্ষা হচ্ছে বাংলা বিষয়ে। সরকারের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। এ ছাড়াও পরীক্ষা শুরুর ২ ঘন্টা আগে এবং ১ ঘন্টা পর পর্যন্ত সকল ফটোকপি দোকান নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখা হয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার গুলোর প্রতি কড়া নজরদারি করছে ডিবিসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
সূত্রটি আরও জানায়, জেলার পাঁচ উপজেলার ১৭১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে ১৬ টি কেন্দ্রে ১১ হাজার ৮৪৭ জন পরীক্ষার্থী । এরমধ্যে রয়েছে ছাত্র ৫ হাজার ৫২৩ জন এবং ছাত্রী ৬ হাজার ৩২৪ জন। জেডিসি পরীক্ষায় জেলার ১১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ৮ টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ২২ জন । এ ছাড়াও নবম/ দাখিল শ্রেণীর ( ভোকেশনাল) পরীক্ষায় জেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ১০ টি কেন্দ্রে ২ হাজার ১৯ জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ছাত্র ১ হাজার ৫১৪ জন ও ছাত্রী সংখ্যা ৫ শ ৫ জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে বাসস’কে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।