বাংলাদেশ বেতারের গোপালগঞ্জ কেন্দ্রের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

341

গোপালগঞ্জ, ১ নভেম্বর ২০১৯ (বাসস): জেলায় আজ র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সভাকক্ষের সামনে গিয়ে শেষ হয়।
পরে বেলা সাড়ে ১১ টায় বেতার কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, বেতারের সহকারী পরিচালক হুমায়ুন কবীরসহ স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে কেক কাটা হয়।
প্রসঙ্গত. ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ বেতারের গোপালগঞ্জ কেন্দ্রের উদ্বোধন করেন। গোপালগঞ্জ কেন্দ্র থেকে ইতোমধ্যে অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্র্ষিকী পালন উপলক্ষে কেন্দ্রটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।