বাসস বিদেশ-৪ : ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিল অস্ট্রিয়া

229

বাসস বিদেশ-৪
ইউরোপীয় ইউনিয়ন-রাজনীতি
ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিল অস্ট্রিয়া
ব্রাসেলস, ৩০ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : অস্ট্রিয়ার ডানপন্থী সরকার রোববার ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে শরণার্থী নিয়ে যে মতভেদ আছে বৈঠকগুলোতে সেটাই হবে প্রধান আলোচ্য বিষয়।
এই নিয়ে অস্ট্রিয়া তৃতীয়বারের মতো ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছে।
ভিয়েনা তার মেয়াদকালে ‘সুরক্ষিত ইউরোপ’ এই নীতির ভিত্তিতেই কাজ করবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সভাপতি হওয়ায় অস্ট্রিয়া চলমান শরণার্থী স্রোত ঠেকানো, দেশটির সীমান্ত ব্যবস্থাপনা ও ব্রেক্সিটের মতো এজেন্ডাগুলো নির্ধারণ করতে পারবে।
শরণার্থী ইস্যুর পাশাপাশি চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়রৎস সরকারকে ইইউর বাজেট নিয়ে আলোচনা ও নির্ধারণ এবং পশ্চিম বলকান দেশগুলোকে ইইউ জোটে অন্তর্ভুক্তির বিষয়টিও দেখতে হবে।
এছাড়াও শরণার্থী নিয়েও কাজ করবে এবং এটা করবে অগ্রাধিকার ভিত্তিতে। ইস্যুটি চলতি সপ্তাহে শরণার্থী বিষয়ক ইইউ’র সম্মেলনের আগেই অস্ট্রিয়া প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ দায়িত্ব গ্রহণ করেই অস্ট্রিয়া শরণার্থী ইস্যুকে সর্বাধিক অগ্রাধিকার দেবে।
বাসস/কেএআর/১২৩৭/এমএবি