বাসস ক্রীড়া-৮ : বোলিংয়ের ছাড়পত্র পেলেঅন উইলিয়ামসন

124

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-উইলিয়ামসন
বোলিংয়ের ছাড়পত্র পেলেঅন উইলিয়ামসন
দুবাই, ১ নভেম্বর, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত আগস্টে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে উইলিয়ামসনের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্ট করেন ম্যাচের আম্পায়াররা। সেই ম্যাচে ৩ ওভার বল করে ৯ রান দিয়ে উইকেট শূন্যই ছিলেন উইলিয়ামসন। আর ঐ ৩ ওভারেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় পড়েন নিউজিল্যান্ডের অধিনায়ক। গল-এ ঐ টেস্ট ৬ উইকেটে জিতেছিলো শ্রীলংকা।
অকেশনাল বোলার উইলিয়ামসন। গল টেস্টে তার বোলিং নিয়ে রিপোর্ট হলে গেল মাসে ইংল্যান্ডের পরীক্ষাগারে বোলিং-এ পরীক্ষা দিয়েছিলেন তিনি। সেই পরীক্ষায় পাশ করেছেন কিউই দলপতি।
শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘আইসিসি আজ নিশ্চিত করছে, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের বোলিং অ্যাকশন বৈধ এবং আন্তর্জাতিক ক্রিকেটে আবারো বল করতে পারবেন তিনি।’
এর আগে আরও একবার বোলিং নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন উইলিয়ামসন। ২০১৪ সালে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার বোলিং নিয়ে রিপোর্ট করেছিলো আম্পায়াররা। পরবর্তীতে পাঁচ মাস পর বোলিং করার অনুমতি পান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ৭২ উইকেট নেওয়া উইলিয়ামসন নিতম্বে ইনজুরির কারণে নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলছেন নাতবে ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন উইলিয়ামসন।
বাসস/এএমটি/১৭৩৫/স্বব