বাসস দেশ-৩২ : কাস্টমস বিল, ২০১৯ এর রিপোর্ট চূড়ান্ত করার সিদ্ধান্ত

123

বাসস দেশ-৩২
কমিটি- অর্থ
কাস্টমস বিল, ২০১৯ এর রিপোর্ট চূড়ান্ত করার সিদ্ধান্ত
ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৯ (বাসস) : অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য কাস্টমস বিল, ২০১৯ এর ওপর কমিটির রিপোর্ট চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির এবং রুমানা আলী সভায় অংশগ্রহণ করেন।
কার্যপ্রণালী-বিধির ২৪৬ বিধি অনুযায়ী স্থায়ী কমিটিতে প্রেরিত প্রস্তাবিত কাস্টমস বিল, ২০১৯ এর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বিলটি অধিকতর পরীক্ষা-নীরিক্ষার জন্য আইন মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে কমিাটর সুপারিশ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম, লক্ষ্য ও চালেঞ্জসমূহের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সদস্যবৃন্দ এর ওপর বিস্তারিত আলোচনা করেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিবগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯০৫/এসই