বাসস দেশ-৩১ : বিইউপি’তে সেমিনার অনুষ্ঠিত

131

বাসস দেশ-৩১
স্পিকার- সেমিনার
বিইউপি’তে সেমিনার অনুষ্ঠিত
ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৯ (বাসস) : মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজয় অডিটোরিয়ামে আজ ‘হিউম্যান ইম্পাওয়ারমেন্ট এন্ড এটটেইনিং সাস্টেইনএবল ডেভেলপমেন্ট গোল ইন বাংলাদেশ : কেস অব উইমেন এন্ড মার্জিন্যাল কমিউনিটি” ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিইউপি ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্স (এফএএসএস)-এর সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার। এছাড়া প্রবন্ধ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান।
ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্স (এফএএসএস) এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম সেমিনারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন।
এছাড়াও সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/এমএন/১৮৫৫/অমি